• trscchairman@gmail.com
  • 01711112614

প্রতিষ্ঠানের ইতিহাস

আশুলিয়া সাভার বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি রাজধানী শহর ঢাকা হতে প্রায় ২৪ কিলোমিটার উত্তরে অবস্থিত বাংলাদেশের অন্যতম বড় শহর এবং প্রায় ১৫ লক্ষাধিক মানুষের বসবাস । এছাড়াও রয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। ১৯৯৮ সালে বাংলাদেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (DEPZ) প্রতিষ্ঠিত হওয়ায় বিভিন্ন অঞ্চলের মানুষ কর্মের জন্য আশুলিয়ায় আসতে থাকে। ফলে ধীরে ধীরে এই অঞ্চলে ব্যাপক জনসংখ্যার সমাগম ঘটলেও শিক্ষার প্রসারের জন্য সবচেয়ে বড় অভাব ছিল গুণগত শিক্ষা প্রতিষ্ঠান। অঞ্চলটিতে গুটিকতক মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে সবার সন্তানদের ভর্তি করার ইচ্ছা থাকলেও তাদের মেধা ও জ্ঞান ভিত্তিক সামর্থ্য নেই। এছাড়াও অত্র অঞ্চলের বেশিরভাগ মানুষ কর্মজীবী হওয়ায় তাদের সন্তানদের মান সম্মত শিক্ষার জন্য চিন্তিত থাকতো। সেই মুহূর্তে শিক্ষারগুণত মান সৃষ্টি ও মানুষের স্বপ্নকে বাস্তবে পূরণে লক্ষ্যে এগিয়ে আসেন দীর্ঘ ২২টি বছর সততা ও নিষ্ঠার সাথে বাংলাদেশ সেনাবাহিনী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এ কর্মরত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ মাসুদ রানা যার একান্ত প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আশুলিয়ার প্রাণকেন্দ্রে বাইপাইলে ২০০৯ সালে ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে দি টাঙ্গাইল ক্যাডেট একাডেমি এবং টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে অসংখ্যক শিক্ষার্থী বিভিন্ন ক্যাডেট কলেজে ভর্তি সুযোগ পেয়ে আসছে, সেইসাথে আমাদের শিক্ষার্থীরা মেডিকেল কলেজ, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যায়ণ করছে। এমনকি অস্ট্রেলিয়া, জাপানসহ বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে সুনামের সহিত অধ্যায়ণ করছে। এরই ধারাবাহিতায় আমরা ঢাকা জেলার মধ্যে মেধা তালিকা স্থান অর্জনকারী প্রতিষ্ঠান। তাই আমরা সাফল্য ধরে রাখার জন্য বদ্ধপরিকর। সেই সাথে শিক্ষার মান উন্নত ও মানসম্মত করার লক্ষ্যে আমরা দেশ সেরা সরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রীধারী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান করে আসছি।